স্টক নিউজ বিডি প্রতিবেদন: বর্তমান ফুটবল জগতের আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। আর গ্রীষ্মকালীন দলবদলে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এই তারকাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ, খবর স্প্যানিশ পত্রিকা মার্কার। কিছুদিন আগেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন, চুক্তি নবায়ন না করলে নেইমার-এমবাপ্পেকে থাকতে বাধ্য করবে না ক্লাব।
২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে দ্রুত তারকাখ্যাতি পাওয়া কিলিয়ান এমবাপ্পের। তাই এখনো পর্যন্ত চুক্তি নবায়ন না করায় তাকে সামনের দলবদলেই বিক্রি করে দিতে চাচ্ছে পিএসজি। এমবাপ্পেকে বিক্রি করে ১৫০-৬০ মিলিয়ন ইউরো আয় করার চিন্তা করছে ফরাসি ক্লাবটি। কিন্তু পিএসজির এই বিশাল অঙ্ক মেলাতে পারবে কি না রিয়াল, তা নিয়ে সংশয় রয়েছে। সব ক্লাবের মতো করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে কিছুটা মন্দায় আছে রিয়ালও। কাউকে বিক্রি না করলে দলবদলের জন্য ১২৫ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে পারবে না তারা।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……