স্টক নিউজ বিডি প্রতিবেদন: শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড।
গতকাল সোমবার (৩০নভেম্বর) ২০১৯-২০অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
বিদায়ী বছরের ডিএসইর মুনাফা হয়েছে ২৭ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৫৯১ টাকা। ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিলো ৫৪ পয়সা। ২০১৮-১৯ অর্থবছরে ডিএসইর মুনাফা হয়েছিল ৯৭ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৬৭৪ টাকা।
২০২০ সালের ৩০ জুন ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১০টাকা ৩০ টাকা পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
মুনাফা কমার বিষয়ে ডিএসইর একাধিক কর্মকর্তা অর্থসূচককে জানান, করোনা ভাইরাসের কারণে মুনাফা কমেছে। তার কারণ করোনার সয়ম ২ মাস শেয়ারবাজার বন্ধ ছিল।এছাড়া এফডিআরের সুদের হার কমে যাওয়ায় আয় কমেছে।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……