139
স্টক নিউজ বিডি প্রতিবেদন: জাতীয় পার্টি থেকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সাংসদ শওকত চৌধুরী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।
আজ দুপুর ১২টায় ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আগামী ২৮ ফেব্রুয়ারি অংশগ্রহণের জন্য শওকত চৌধুরীর এই যোগদান বলে দলীয় একটি সূত্র জানিয়েছে। এই যোগদানের খবর সৈয়দপুরে পৌঁছালে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……