স্টক নিউজ বিডি প্রতিবেদন: ভারতে বিনোদন জগতের পর এবার কার্টুন দুনিয়ায় বিয়ের আসর। এবার গাঁটছড়া বাঁধছেন নোবিতা ও সিজুকা। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই নেট দুনিয়ায় খুশির জোয়ার। নব্বই দশকের নস্ট্যালজিয়ায় ভাসছে ভারতের ডোরেমন ভক্তরা। খবর এশিয়ানেটের।
ছোটবেলার সিজুকা বন্ধ , নোবিতা তার মন পেতে কতই না কত কি করেছে। কিন্তু কোথাও যেন শেষ মুহূর্তে গিয়ে সবটা উল্টে দিত নোবিতা। আর তাতেই বেশ মজা পেয়ে থাকে আট থেকে ৮০’র।
পরবর্তী ছবিতে নোবিতার দীর্ঘদিনের সেই সম্পর্কই পরিণতি পেতে চলেছে। সেই আনন্দেই এক কথায় আত্মহারা সবাই। ডোরেমন সিজেনের পরবর্তী ছবি স্ট্যান্ড বাই মি ২-তে বিয়ে করতে চলেছে তারা।
সেই ছবি লিক হতেই তা মুহূর্তে ভাইরাল হয়। সকলেই সোশ্যাল পোস্টে লিখলেন, ছোট থেকে এই চরিত্রগুলোর সঙ্গেই কেটেছে। তাদের বিয়ে হচ্ছে দেখে অপেক্ষা করতে পারছি না।
তাই কবে ছবি মুক্তি পাবে তারই দিনগুণছে এখন ডোরেমন ভক্তরা। জাপানের এই অ্যানিমেটেড কার্টুনের পরবর্তী ছবি মুক্তি পাচ্ছে ভারতে, তবে কবে তা এখনও স্পষ্ট নয়। তবে ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে জাপানে।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……