270
স্টক নিউজ বিডি প্রতিবেদন: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক ভোটগ্রহণ। এ নির্বাচনে ভোট প্রদান করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট দিয়েছেন শিশির। ফেসবুক একাউন্ট থেকে নিজের হাতে নির্বাচনের একটি স্টিকারযুক্ত ছবি পোস্ট করে শিশির লেখেন ‘ইলেকশন ডে, আমি আমার ভোট দিয়েছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরইমধ্যেই আগাম ভোট দিয়েছেন ৯ কোটির বেশি ভোটার। আশা করা হচ্ছে, আজ আরও কমপক্ষে আট-নয় কোটি মানুষ ভোট দেবেন। নির্বাচনে ডেমোক্রেট দল থেকে লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান দল থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……