স্টক নিউজ বিডি প্রতিবেদন: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এদিন সেখানে কমেছে সবগুলো সূচক। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৩৯ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৫৫৫ কোটি ৭১ লাখ টাকা।
ডিএসইতে আজ ২৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ২১৩টির।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩২১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা।
আরও পড়ুন……
স্টক নিউজ বিডি.কম/ এসআর