স্টক নিউজ বিডি প্রতিবেদন: সরকারি রেশন কার্ডের জন্য ডেকে নিয়ে মাকে বসিয়ে রেখে তার স্কুলপড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। গত বুধবার রাতের ঘটনায় রবিবার রাত সাড়ে ১২টায় মামলা হয়। ওই রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বরিশালের আগৈলঝাড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মাসুদ ওই উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে এবং সুজনকাঠি মসজিদবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। মাসুদ এক ছেলে নিয়ে বাড়ি থাকলেও তার স্ত্রী রয়েছেন ইতালি। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম মামলার অভিযোগের বরাত দিয়ে বলেন, মাসুদ রেশন কার্ড করে দেওয়ার কথা বলে তার বাড়ি যেতে বলেন ওই দরিদ্র ছাত্রীর মাকে। মা তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে বুধবার রাতে মাসুদের বাড়ি যান। মায়ের সঙ্গে কথা শেষে মেয়েকে নিজের শয়নকক্ষে নিয়ে যান মাসুদ। সেখানে ধর্ষণ শেষে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখান। ছাত্রীটির সঙ্গে আলাদা কথা আছে বলে শয়নকক্ষে যাওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……