স্টক নিউজ বিডি প্রতিবেদন: বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২৯ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে ৪ হাজার ৮৩৮ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে ১ হাজার ১১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১ হাজার কোটি ৯৩ লাখ টাকা ছিল।
ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, আর কমেছে ১৮৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪ দশমিক ২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৫ দশমিক ৪৯ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৩ শতাংশ কম।
সিএসইতে ২৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩১ কোটি ৪৩ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……