স্টক নিউজ বিডি প্রতিবেদন: ‘বীর’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জেরিন খান। বলিউডে পা রাখার পরপরই জেরিনকে নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। কারণ জেরিনকে দেখতে ক্যাটরিনা কাইফের মতো। সংবাদমাধ্যমের সামনে উঠে আসে এমনই খবর। সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখলেও, জেরিন খান এরপর বলিউডে সেভাবে নিজের জায়গা করতে পারেননি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে জেরিন খান বলেন, বলিউডে পা রাখার পর তাকে সবাই ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে মন্তব্য করেন। সংবাদমাধ্যমের তরফেই বার বার তাকে ক্য়াটরিনার মতো দেখতে বলে দাবি করা হয়। যার প্রভাব পড়ে তার ক্যারিয়ারের উপর। সেই কারণেই বলিউডে পা রেখেও সেভাবে তিনি নিজের জায়গা করতে পারেননি। ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারায় মিল থাকার জন্যই তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হল বলেও ক্ষোভ প্রকাশ করেন জেরিন খান।
প্রসঙ্গত, ‘বীর’ ছবির পর সালমান খানের সুনজরে থেকেও বি টাউনে সাফল্য পাননি জেরিন খান। ‘বীর’ এর পর ‘হেট স্টোরি থ্রি’, ‘হাউসফুল টু’, ‘বীরাপ্পন’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, দর্শকদের মনে জায়গা করতে পারেননি জারিন খান। এদিকে, বলিউডে পা রাখার পর বি টাউনের বার্বি ডল হিসেবে ক্যাটরিনা যেভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন, সেই হিসাবে জেরিন খান কীভাবে পায়ের তলার মাটি শক্ত করবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
স্টক নিউজ বিডি.কম/ এসআর
আরও পড়ুন……